Recent

হালের ক্রেজ প্রিজমা ও পোকেমন

ফেসবুকে লগ ইন করলেই আপনার নিউজ ফিডেও নিশ্চয় প্রিজমা ও পোকেমন গো এর আপডেট চোখে পড়েছে। কী এই প্রিজমা? পোকেমন গো-ই বা কী? এ নিয়ে রইল কিছু তথ্য।
১৯৯০ এর শেষের দিকে ও ২০০০ সালের গোড়ায় পোকেমন কার্টুন ও খেলনায় গোটা দুনিয়া মজে ছিল। সেই জনপ্রিয় কার্টুন চরিত্রই ফের নতুনভাবে হাজির হয়েছে Nintendo এর হাত ধরে। Pokemon এর একটি গেম যেটি খেলা যায় স্মার্টফোনে। iOS ও Android ইউজাররা এই গেম খেলতে পারবেন।
ভার্চুয়াল রিয়ালিটি নির্ভর এই গেমে বাস্তবের দুনিয়া থেকে আপনাকে পোকেমনের চরিত্রগুলো সংগ্রহ করে রেড, ব্লু বা ইয়েলো টিমে যোগ দিয়ে অন্যদের সংঙ্গে লড়াই করতে হবে। ধাপে ধাপে আরও শক্তিশালী হবে আপনার পোকেমন। এই গেমের জনপ্রিয়তার মূল হাতিয়ার হলো এটি একটি


augmented reality নির্ভর গেম। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড মার্কেটে সবচেয়ে জনপ্রিয় গেম হলো পোকেমন গো। 
অন্যদিকে ইনস্টাগ্রামের মতো ফটো এডিটিং অ্যাপকেও হারিয়ে দিয়েছে প্রিজমার জনপ্রিয়তা। সহজ করে বললে, প্রিজমা হলো একটি ফটো ফিল্টার iOS অ্যাপ। আইফোন ইউজাররা বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এর ফিল্টারগুলোর জন্যই এই অ্যাপ নিয়ে এত মাতামাতি। একজন পেশাদার চিত্রশিল্পী ঠিক যেভাবে আপনার পোট্রেট আঁকবেন, artificial intelligence ব্যবহার করে এই অ্যাপও আপনার যে কোনো ছবিকে অনেকটা সেরকম দেখতে করে তোলে। একঝলকে দেখলে মনে হবে, কোনো আর্ট গ্যালারিতে সাজিয়ে রাখার মতো ছবি। যে কোনো সাধারন ছবিকেও প্রিজমা আকর্ষণীয় করে তোলে চোখের নিমেষে। এখন ঘটনা হলো, অ্যান্ড্রয়েড মার্কেটে প্রিজমার একটি ‘বেটা ভার্সন’ পাওয়া যাচ্ছে, কিন্তু সেটি প্রাথমিক স্তরের।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20