Recent

স্বামীর সামনেই একি করলেন সানি লিওন!

ব্যবসায়ী সানি লিওনের সঙ্গে পরিচয় হয়েছে আর এক বিজনেস টাইকুনের। সেই পরিচয় ক্রমশ গড়ায় প্রেমে। এবং প্রেম মনথেকে গড়ায় শরীরে। উষ্ণ শরীরী খেলায় মাতেন দু’জনে।
কিন্তু তার পরে? সম্পর্কের মধ্যে চলে আসে অর্থ। টাকাপয়সা নিয়ে টানাপড়েন শুরু হয় দু’জনের মধ্যে। শুরু হয় ব্যবসার সাপ-লুডো খেলা। ব্যবসায়ীকে চরম ঘৃণা করতে শুরু করেন সানি। ঘটনা ঘোরে অন্যদিকে।
সানি লিওনের নতুন ছবি ‘বেইমান লাভ’ ঘুরপাক খাচ্ছে এমনই একটি টানটান গল্প ঘিরে। সানির সঙ্গে এই ছবিতে একাধিক উষ্ণ দৃশ্য়ে রয়েছেন রজনীশ দুগ্গল। আর স্বামীর প্রসঙ্গ? এই ছবিতে দেখা যাবে সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারকে! স্বামী-স্ত্রী একত্রে অভিনয় করবেন এই ছবিতে।
রইল পড়ে ভাইরাল ভিডিও-র কথা। ‘বেইমান লাভ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এবং শুরুতেই তোলপাড় ফেলেছে ইউটিউবে। 

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20