Recent

কনডম ব্যবহার নিয়ে রয়েছে যেসব ভুল ধারণা!

যৌনরোগ, অবাঞ্ছিত গর্ভধারণ আটকাতে বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দেন অসুরক্ষিত সেক্স নয়। সুরক্ষিত যৌনজীবন পালনের জন্য। এখনও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সেক্স নিয়ে খোলামেলা আলোচনা করতে ভয় পায়।
আর যার ফলে ছড়িয়ে পড়ে বেশকিছু ভ্রান্ত ধারণা। কনডমের ব্যবহার নিয়েও এমন বেশকিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে। যেমন:
১) ১৮ বছর হওয়ার আগে কনডম কেনা যাবে না!
২) ওরাল সেক্স বা পায়ুসঙ্গমের সময় কনডমের দরকার পড়ে না।
এটা একদমই ভুল। কারণ, কনডম শুধু অবাঞ্ছিত গর্ভধারণ আটকায় না। যৌনরোগের সংক্রমণও প্রতিরোধ করে!
৩) কনডমের নাকি কোনও এক্সপায়ারি ডেট হয় না! প্রত্যেক ওষুধের মত এরও এক্সপায়ারি ডেট আছে!
৪) কনডম ব্যবহার করলে পরিপূর্ণ যৌনসুখ পাওয়া যায় না! ভুল কথা।
৫) যদি কোনও মহিলা কনট্রাসেপ্টিভ পিল নেন, তাহলে কনডমের প্রয়োজন পড়ে না! যৌন সংক্রমণ আটকাতে এটি অবশ্যই দরকার।
৬) একটা কনডমের চেয়ে ২টো কনডম ব্যবহার করলে সাবধানতা বেশি অবলম্বন করা হয়! বরং উল্টোটাই হতে পারে।
৭) যৌনসঙ্গমের মাঝপথে কনডম ব্যবহার করেও যৌনরোগ ও অবাঞ্ছিত গর্ভধারণ রোধ করা যায়! একদমই না।
৮) শুধু হেটেরোসেক্সুয়ালদের জন্যই কনডম প্রয়োজন! সমকামীতার ক্ষেত্রে এর দরকার নেই!
৯) একই সময়ে প্রথমবার ব্যবহার করলেই যথেষ্ট, দ্বিতীয়বার আর কনডম ব্যবহারের প্রয়োজনীয়তা পড়ে না!

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20