Recent

ধর্ম নিয়ে কথা বললেন পর্নস্টার মিয়া খলিফা !

তিনি মুসলিম। অন্তত পদবী দেখে তেমনটাই মনে হয়। কিন্তু, নিজে টুইটারে ঘোষণা করেছেন যে, তিনি মুসলমান নন, মুসলিম ধর্মের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তিনি মিয়া খলিফা। এই মুহূর্তে গুগল সার্চে বিশ্বের এক নম্বর পর্ন তারকা।
কিন্তু, মিয়ার ধর্ম নিয়ে হঠাৎ প্রশ্ন উঠছে কেন?
উঠছে তার কারণ সম্প্রতি একটি পর্ন ভিডিওতে হিজাব পরে মিয়াকে অভিনয় করতে দেখা গিয়েছে। আর তার পর থেকেই মুসলিমদের একাংশ মিয়ার প্রবল বিরোধিতা শুরু করেছেন। তাঁকে নানা রকম ব্যঙ্গ-বিদ্রুপও সহ্য করতে হয়েছে। এমনকী, মিয়া পাশে পাননি তাঁর বাবা-মাকেও। বরং মিয়ার বাবা-মা জানিয়েছেন, মিয়ার সঙ্গে নাকি তাঁদের সম্পর্কই নেই। এক বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন, ‘মিয়ার সঙ্গে কোনও সম্পর্ক নেই আমাদের। কারণ ও যে কাজটা করে সেটা আমাদের পরিবার বা আমাদের দেশ লেবাননকে কোনওভাবেই সম্মানিত করে না।’
টুইটারেও ভক্তদের প্রশ্নে নাজেহাল মিয়া অবশেষে মুখ খুলেছেন এ নিয়ে। তিনি লিখেছেন, ‘আমি মুসলিম নই।’ আর এই উত্তরে ফের বিতর্ক শুরু হয়েছে ওয়েব দুনিয়ায়। যদিও ফের মিয়া মুখে কুলুপ এঁটেছেন। তাঁর এই টুইটের এখনও কোনও ব্যাখ্যা দেননি তিনি।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20