সামাজিক যোগাযোগের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ফেসবুক। আর সেই ফেসবুকের সেলিব্রেটি মানদন্ড হল, ফেসবুক ভেরিফাইড পেজে ভক্তদের লাইক সংখ্যা। বাংলাদেশ শীর্ষ ১০ ফেসবুক সেলিব্রেটির মধ্যে রয়েছেন পাঁচ জন ক্রিকেটা, দুই জন অভিনেত্রী, দুইজন মিউজিশিয়ান ও একজন উপস্থাপক।
বাংলাদেশের শীর্ষ ১০ ফেসবুক সেলিব্রেটি
• সাকিব আল হাসান :
বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এই ক্রিকেটার ফেসবুকে বাংলাদেশের শীর্ষ ফেসবুক সেলিব্রেটি। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৮৫ লাখ ৭২ হাজারেরও বেশি।
• মুশফিকুর রহিম :
বাংলাদেশ টেস্ট দলের দলপতির অবস্থান সতীর্থ সাকিবের পরেই। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৭৪ লাখ ৩ হাজারেরও বেশি।
বাংলাদেশ সবচেয়ে সফল এই ক্যাপ্টেন এর ফেসবুক সেলিব্রেটি অবস্থান তৃতীয়। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৬৪ লাখ ৯৭ হাজারেরও বেশি।
• নাসির হোসেন :
বাংলাদেশ ক্রিকেট দলের ফিনিসার খ্যাত এই তারকার অবস্থান চতুর্থ। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৫৯ লাখ।
• তাহসান :
বহু প্রতিভার অধিকারী দেশের এই জনপ্রিয় সংগীত শিল্পীর অবস্থান ৫ম।আবার সংগীত শিল্পীদের মধ্যে তিনিই প্রথম। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৪৮ লাখ ১৫ হাজারেরও বেশি।
• নুসরাত ফারিহা :
বাংলাদেশের ফেসবুক সেলিব্রেটি অবস্থানে দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর অবস্থান ষষ্ঠ। অভিনেত্রী দের মধ্যে তাঁর অবস্থান প্রথম। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৪১ লাখ ১৭ হাজারেরও বেশি।
• আনামুল হক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়ের তারকা এই ওপেনারের অবস্থান সপ্তম। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ৩৪ লাখ ৬ হাজারেরও বেশি।
• হানিফ সংকেত :
দেশসেরা এই উপস্থাপকের বাংলাদেশের ফেসবুক সেলিব্রেটি অবস্থানে অবস্থান অষ্টম। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ২৮ লাখ ৭৯ হাজারেরও বেশি।
• আসিফ :
দেশের জনপ্রিয় এই গায়কের ফেসবুক সেলিব্রেটি অবস্থানে অবস্থান নবম। তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ২৬ লাখ ৯৪ হাজারেরও বেশি।
• বিদ্যা সিনহা মিম :
দেশের জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক সেলিব্রেটি অবস্থানে অবস্থান দশম। অভিনেত্রী দের মধ্যে তাঁর অবস্থান সতীত্ব নুসরাত ফাহিয়ার পরে । তাঁর পেজে বতর্মান অনুসারী সংখ্যা ২০ লাখ ৫৬ হাজারেরও বেশি।