Recent

বাজেট যখন কম, তখন ডেল ইন্সপাইরেশন ৭০০০ সেরা

ল্যাপটপ কেনার আগে রাজ্যের প্রশ্ন ভর করে মনে। কোনটা কেমন হবে? দাম অনুযায়ী ঠিক আছে তো? কোনটা দিয়ে সব কাজ হবে? আপনাদের যাবতীয় প্রশ্নের সমাধান মিলতে পারে একটি ল্যাপটপে।
ডেল ইন্সপাইরেশন ৭০০০ ২-ইন-১ সিরিজ অনেকগুলোর মধ্যে বিশেষ একটি। দাম মাত্র ৭৫০ ডলার। এর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চির দুটো সংস্করণ দামের চেয়ে অনেক উন্নত সেবা দেবে। ২০১৬ সালের সেরা ল্যাপটপের একটি এটি।
যেখানে অনন্য ডেল : ইন্সপাইরেশন ৭০০০ ২-ইন-১ অনেক দিক দিয়েই তার অনন্য বৈশিষ্ট্য প্রকাশ করে। এগুলো এক ঝলক দেখে নিন।
১. নির্মাতারা প্লাস্টিক দেহের চারদিকে ধাতব অংশ লাগিয়ে দিতেই পছন্দ করে। কিন্তু ডেলের এই ল্যাপটপের চারদিকে যথেষ্ট ধাতব অংশ রয়েছে।
২. এর দুটো সংস্করণেই ১৯২০x১০৮০ পিক্সেলের আইপিএস টাচস্ক্রিন দেওয়া হয়েছে।
৩. সবাই ধীরগতির ইন্টেল কোর এম প্রসেসর দিতে চান। কিন্তু ইন্সপাইরেশনে কোর আই-৫ চিপ ব্যবহৃত হয়েছে।
৪. এতে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে।
৫. উন্নতমানের ব্যাকলিট কিবোর্ড জুড়ে দেওয়া হয়েছে এতে। উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রে এতো ভালো কিবোর্ড দেখাই যায় না।
এতে লগ ইনের বিষয়টি নিরাপদ করা হয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি দিয়ে। ল্যাপটপটির ক্যামেরাকে আপনার চেহারা একবার চিনিয়ে দিলে আর চিন্তা নেই। এর স্টার্ট মেনু থেকে সেট আপ ফেস সাইন-ইন অপশনে গিয়ে কাজটি করতে হবে।
বিশেষজ্ঞের মতে, এর আছে দুটো দুর্বলতা। এর পাওয়ার বাটনটি অনেকের পছন্দ নাও হতে পারে। যন্ত্রের ওপরের ডানপাশে রয়েছে বাটনটি। আর দ্বিতীয়টি হলো এর ব্যাটারি লাইফ। ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চির সংস্করণের ব্যাটারি ৪-৫ ঘণ্টার বেশি ব্যাকআপ দিতে পারেনি। তবে সমাধানও দিয়েছে নির্মাতা। একটি এক্সাটার্নাল ব্যাটারি বাড়তি ১০০ ডলারে কিনলে একে ইউএসবি-সি পোর্টে ব্যবহার করা যাবে।
এর সম্পর্কে বিশেষজ্ঞের অন্যান্য কিছু মন্তব্য দেখে নিন।
১. এর ধাতবদেহ একটু সস্তা দরের মনে হয়। অন্যান্য দামি যন্ত্রের মতো মসৃণ ফিনিশ নয়।
২. এর কিপ্যাডের কি-গুলো নিরেট ও কিছুটা বাউন্সি মনে হয়।
৩. এর ১৫ ইঞ্চির সংস্করণের পর্দাটি টেনে খোলার সময় হিঞ্জটি বিরক্তিকর বলে মনে হবে। এটা খুব বেশি মসৃণ নয়।
৪. ওয়াইড অ্যাঙ্গেলে ছবি দেখা যাবে। তবে কিছুটা উজ্জ্বলতা হারাবেন বলে মনে হবে।
৫. পোর্টের ক্ষেত্রে বেশম এগিয়ে ইন্সপাইরেশন ৭০০০ ২-ইন-১। ৬০ ডলারে মেলে একটি ইউএসব-সি অ্যাডাপ্টার যাতে আছে দুটো ইউএসবি পোর্ট এবং ভিডিএ বা এইচডিআমআই পোর্ট।
ভালো-মন্দের বিচারে দামের তুলনায় এই ল্যাপটপটিকে সেরা না বলে উপায় নেই বলেই মনে করে বিশেষজ্ঞরা। 

No comments:

Post a Comment

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20