Recent

মনে পড়ে ‘বেবিজ ডে আউট’ সিনেমাটির কথা

হলিউডের এই ছবিটির সঙ্গে অনেকেরই শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। তাই আজো হঠাৎ সার্ফিংয়ে টেলিভিশনের কোনো চ্যানেলে ছবিটি দেখতে পেলে কাজ ফেলে বসে যাই অনেকেই। 
ছবিটা দেখতে দেখতে নিজের অজান্তেই একেবারে বাচ্চার মতোই হেসে উঠি আমরা।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটির নাম ‘বেবিজ ডে আউট’। ওই সময় আট থেকে আশি— সকলেরই মন জয় করে নিয়েছিল এই হলিউড সিনেমাটি। 
এবং অবশ্যই তারা ২ বছর বয়সী নায়ক। সে সময় যারা শিশু তারা আজ সময়ের নিয়মে যুবক-যুবতী। 
আর সেই একই নিয়মে ছবির নায়করাও আজ যুবক। তাদের বয়স এখন প্রায় ২৪। অবাক হলেন! ভাবছেন কেন বললাম ছবির নায়কদের কথা?
আসলে ‘বেবিজ ডে আউট’-এ একটি বাচ্চার কিডন্যাপের ঘটনা দেখানো হলেও ওই বেবি বিঙ্কের ভূমিকায় অভিনয় করেন দুই যমজ শিশু। একজনের নাম অ্যাডম রবার্ট ওয়ার্টন এবং অন্য জনের নাম জ্যাকব জোসেফ ওয়ার্টন। 
এখন কেমন দেখতে ‘বেবিজ ডে আউট’-এর নায়ক বেবি বিঙ্কের ভূমিকায় অভিনয় করা দুই যমজ শিশুকে।

No comments:

Post a Comment

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20