বিশ্বের সবচেয়ে বড় হোটেল নির্মিত হচ্ছে সৌদি আরবের মক্কায়। আবরাজ কুদিয়া নামের ওই হোটেলটি আগামী বছর আনুষ্ঠানিকভাবে চালু হবে। মক্কার কাবা শরিফ থেকে দুই কিলোমিটার দূরত্বে নির্মিত এই হোটেলটিতে থাকবে বোর্ডারদের জন্য ১০ হাজার কক্ষ।
হোটেলটির মোট আয়তন হবে ১৪ লাখ বর্গফুট। এখানে থাকবে ৭০টি রেস্টুরেন্ট, শপিং মল ও একটি বৃহৎ আকারের কনসার্ট হল। হোটেল আবরাজ কুদিয়ার ভব নির্মাণে ব্যয় হবে প্রায় ২৭০ কোটি মার্কিন ডলার।
সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত হোটেলটির নকশা করেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান দার আল হান্দাসাহ। হোটেলটি জনগনের জন্য উন্মুক্ত হলেও এর পাঁচটি তলা সংরক্ষিত থাকবে সৌদি রাজপরিবারের সদস্যদের জন্য।
No comments:
Post a Comment