Recent

সাকিব-মুস্তাফিজ আনন্দবাজারের সেরা একাদশে, নেই কোন অস্ট্রেলিয়ান

ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে সর্বকালের সেরা টি২০ একাদশ। যেখানে ঠাঁই হয়েছে বাংলাদেশের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান এবং জাতীয় দলের বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমানের।
বৃহস্পতিবার(১১ আগস্ট) প্রকাশিত ওই একাদশে বাংলাদেশের পাশাপাশি রয়েছে ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। মূল একাদশেই রয়েছেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার।
এছাড়া তালিকায় রয়েছে রয়েছেন- ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, ডেল স্টেইন, সুনিল নারাইন, লাসিথ মালিঙ্গা ও দ্বাদশ খেলোয়াড় হিসেবে সুরেশ রায়না।

No comments:

Post a Comment

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20