Recent

অসাধারণ কিছু লোহালক্কড় শিল্পকর্ম

লোহালক্কর দিয়ে যে এত সুন্দর শিল্পকর্ম হয় তা ফরাসি শিল্পী পিয়েরে ম্যাটার বিশ্বকে দেখিয়েছেন শুধুমাত্র তামা দিয়ে 
অসাধারণ ভাস্কর্য তৈরী করে। 






রজনের সঙ্গে ব্রোঞ্জ, রাবার, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য উপকরণ এর সংমিশ্রণে নিজের সৃষ্টিশৈলীর মাধ্যমে তিনি এগুলি তৈরি করেছেন। 






পিয়েরের এই Steampunk ভাস্কর্যগুলো তৈরীতে প্রায় এক দশক সময় লেগেছে। 



  অলীক কোন কল্পনা নয় যে ভাস্কর্যগুলোর কিছু এত ভারী যে সেগুলো প্রায় ১.৫ টন। 




 এটা সত্য - সত্যই মনে হচ্ছে তিনি পুরাতন আবর্জনা ব্যবহৃত করে একটি মধ্যে অপরূপ সৃষ্টিকে আকৃতির দিয়েছেন। কিছু অনুরূপ ভাস্কর্য অন্য শিল্পী দ্বারা নির্মাণ করা হয়েছে। 

 এটি ঠিক যে তিনি তাঁর ভাস্কর্যগুলোর আকৃতি তৈরেতে ইস্পাত ব্যবহার করেছেন।



এগুলো কিছু একেবারে অবিশ্বাস্য গুপ্তরহস্যমূলক ভাস্কর্য। এগুলো সত্যিই আর্ট অব ওয়ার্ক।



 ভাস্কর্যগুলো সম্পূর্ণ স্বতন্ত্র, এবং খুবই সৃষ্টিশীল। 









আমরাও যে কোন অংশে কম যায় না শেষের ছবি দুইটি দেখলে তা বোঝা যায়। এগুলি শিল্পী মৃণাল হকের তৈরী। 

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20