Recent

ব্রাজিলে বসবে ২০১৯ সালের কোপা আমেরিকার আসর

২০১৯ সালে কোপা আমেরিকা ব্রাজিলে হবে বলে জানিয়েছেন সাউথ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেস।
দেশের নামের বর্ণানুক্রমিক আবর্তন প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী কোপা আমেরিকার ২০১৫ সালের আসরের আয়োজক হওয়ার কথা ছিল ব্রাজিলের। কিন্তু ২০১৩ ও ২০১৪ সালের দুটি বড় আসর ব্রাজিলে হওয়ার কারণে কোপা আমেরিকার জন্য চিলিকে বেছে নেওয়া হয়।
২০১৩ সালের কনফেডারেশন কাপ ও ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজন করে ব্রাজিল। চলতি বছরের অগাস্টে ব্রাজিলের রিও দে জেনেইরোতে বসবে অলিম্পিকের পরের আসর।
অবশ্য লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের পরের টুর্নামেন্ট যে ব্রাজিলেই হচ্ছে তার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কোপা আমেরিকার শতবর্ষী আসর এ মুহূর্তে চলছে যুক্তরাষ্ট্রে। সেখানেই এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে দোমিনিগেস বলে ফেলেছেন কথাটি।
‘তারা (যুক্তরাষ্ট্র) দারুণ আয়োজক, যেমনটা চিলি গতবার ছিল এবং ব্রাজিলে ২০১৯ সালে হবে।’
এর আগে ১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯ সালে কোপা আমেরিকার আয়োজন করে ব্রাজিল।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20