একটি সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের যত মানুষ টুথব্রাশ ব্যবহার করেন, তার চেয়ে বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। হ্যাঁ, দাঁত মাজার জন্য একটা টুথব্রাশ কিনতে অনেকের অসুবিধে হয়, কিন্তু স্মার্টফোন মাস্ট। আরও কয়েকটি মজার তথ্য।
বিশ্বের প্রথম মোবাইলের দাম ছিল ৪ হাজার ডলার। ১৯৮৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হয়েছিল ওই মোবাইল ফোনটি।
টয়লেটে যত না ব্যাক্টেরিয়া থাকে, তার চেয়ে ১৮ গুণ বেশি ব্যাক্টেরিয়া কিলবিল করে মোবাইল ফোনে।
মোবাইল ফোন নিয়েই অনেকে টয়লেটেও চলে যান। সাবধান। ব্রিটেনে প্রতি বছর গড়ে ১ লক্ষেরও বেশি মোবাইল টয়লেটে পড়ে যায়।
আপনার ফোন কি ওয়াটারপ্রুফ? অর্থাৎ, পানিতেও কিছু হয় না। জাপানে ৯০ শতাংশ মোবাইলই ওয়াটারপ্রুফ।
বিশ্বের ৪০০ কোটি মানুষের হাতে রয়েছে মোবাইল ফোন। অথচ দাঁত মাজার ব্রাশ ব্যবহার করেন ৩৫০ কোটি মানুষ।