কেটে গিয়েছে দু’দিন৷ মেক্সিট এফেক্টে উত্তাল বিশ্ব৷ আর্জেন্তাইন ফুটবলের রূপকথার নায়কের আকস্মিক অবসরে ব্যথিত ফুটবল-গ্রহ৷ পৃথিবীজুড়ে একটাই আর্তি – ফিরে এসো মেসি৷
গত মঙ্গলবারই নিজের রোজারিওর বাসভবনে পৌঁছেছেন মেসি। আর তার বাসভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তাদের সবার একটাই চাওয়া, অবসর ভেঙ্গে ফিরে আসো লিও। মানুষের এত ভালোবাসা মেসি কি পারবেন ফেলে দিতে? এটা কেবল মেসিই জানেন পরবর্তীতে তিনি কি করবেন।
গত মঙ্গলবারই নিজের রোজারিওর বাসভবনে পৌঁছেছেন মেসি। আর তার বাসভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তাদের সবার একটাই চাওয়া, অবসর ভেঙ্গে ফিরে আসো লিও। মানুষের এত ভালোবাসা মেসি কি পারবেন ফেলে দিতে? এটা কেবল মেসিই জানেন পরবর্তীতে তিনি কি করবেন।
মেসিকে ফেরাতে এক হয়ে নেমেছে আর্জেন্টিনার ঘরোয়া লিগের ফুটবলাররা। মেসিকে ফেরাতে এক ভোটের আয়োজন করে আর্জেন্টিনার ঘরোয়া লিগ কর্তৃপক্ষ। মেসি ফেরার আগ পর্যন্ত লিগের কোন ম্যাচে না নামার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার ক্লাবগুলো। এতে কার্যত অনেকটা অচল হয়ে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবল।
এদিকে এরই মধ্যে বুয়েনস আয়ার্সে উন্মোচিত হল তাঁর সুবিশাল ব্রোঞ্জমূর্তি৷ এলএম টেনের মূর্তি উন্মোচন করলেন মেয়র হোরাশিও লরেত্তা৷ আমার দৃঢ় বিশ্বাস, অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেনই মেসি, জানিয়েছেন লরেত্তা৷
কোপা ফাইনালে ফের চিলির কাছে হার৷ ফাইনালে পেনাল্টি মিস৷ আর, তারপরই অবসরের সিদ্ধান্ত৷ আর্জেন্তাইন প্রেসিডেন্ট থেকে দিয়েগো মারাদোনা, মেসিকে ফেরার আর্জি জানিয়েছেন অনেকেই৷ কিন্তু, তিনি? এখনও নীরব৷ আর্জেন্তাইন মেগাস্টারের উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব৷