দেখতে দেখতে ২৪ বছর কাটিয়ে দিয়েছেন বলিউডে। এই ২৪ বছরে বেশ কিছু ওঠা পড়ার সাক্ষীও হয়েছেন। সাফল্যও কুড়িয়েছেন দুহাত ভরে।
১৯৯২ সালে দিওয়ানা ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শাহরুখ। এরপর একে একে বেশ কয়েকটি জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। তার মধ্যে বাজিগর, আনজাম, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল তো পাগাল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, স্বদেশ উল্লেখযোগ্য। নেচেছেন, গেয়েছেন দর্শকদের মন ভরিয়েছেন।
সিলভার স্ক্রিনে তিনি সফল। কিন্তু বলিউডে কী করে এই সাফল্য পেয়েছেন তিনি? প্রায় রাস্তা থেকে উঠে এসে এক যুবক কী করে হলেন বাদশা। কোন আশ্চর্য প্রদীপ তাঁকে দিল সবকিছু। আজ ২৪ বছর তা খোলসা করলেন। জানিয়ে দিলেন নিজে থেকেই টুইট করে। বললেন, আশ্চর্য প্রদীপের জিন নয়। দু’ডজন “জিনির” (পরীর) কথা। জানালেন এই পরীদের চিরকাল অনুসরণ করে গেছেন। তাই এই সাফল্য। এদের পরিচয়ও করিয়ে দিয়েছেন নাম ধরে ধরে।
1.TINA: অস্বাভাবিক বলে কিছু নেই (There is nothing abnormal)
2.GENA: সবাইকে বিলিয়ে দাও, জমিয়ে রেখো না (Give everyone, not accumulate)
3.FAGUN: পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শেখো (Fall and get up nonetheless)
4.MINA: মধ্যমেধার স্থান নেই (Mediocrity is not acceptable)
5.DHUN: অযথা নেতিবাচক হওয়া ঠিক নয় (Don’t have unnecessary negativity)6.RHEA: মহিলাদের সর্বত্র সম্মান জানানো উচিত (Respect ‘her’ everywhere always)
7.DIPA: পরিচালকই হলেন একমাত্র চালক (Director is pilot always)
8.CHITRA: কঠিন পরিশ্রম সঠিক পথে (Compete hard, in true rightful ardor)
9.EASHA:অবশেষে সব দুঃখ ঠিক হয়ে যায় (Eventually all sadness heals accordingly)
10.CAROL: বাচ্চাদের স্নেহ ভালোবাসা দিয়েই বড় করতে হয় (Children are raised on love)
11.ITI: অসম্ভবকে কল্পনা কর (Imagine the impossible)
12.TYRA: নির্ভয়ের সঙ্গে ঝুঁকি নেওয়া উচিত (Take your risks audaciously)
13.SKY: ধূমপান মৃত্যুর কারণ (Smoking kills you)
14.LYRA: অনুশোচনাকে হেসে উড়িয়ে দিন (Laugh your regrets away)
15.TIA: ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে (Take India ahead)
16.SWATI: সুপারহিরোদের আসলে টাইট অন্তর্বাস পরতে হয় (Superheroes wear acutely tight innerwear)
17.FIDA: পরিবার সব সময় আপনার উপর নির্ভর করবে (Family is dependable always)
18.AMNA: শিল্প আসল, শিল্পী নয় (Art matters, not artist)
19.ANITA: বোকারা জ্ঞান নিতে চায় না (Assume not imbeciles take advice)
20.MIRA: মা সব সময় ঠিক (Mommy is right always)
21.AKIRA: রাজা সর্বদা ন্যায়ের পথেই চলে (A King inspires righteous aims)
22.ASMA: পুরুষের মতো ঘ্রাণ থাকুক (Always smell ‘manlike’ agreeable)
23.NAINA: নিজের প্রাক়তিক গুণাবলির দিকে তাকান। প্রকৃতিই একমাত্র আশ্চর্য সুন্দর করে তোলে (Nature always instils naked awesomeness)
24.LAILA: সবাইকে ভালোবাসাই জীবন (Life abounds in loving all)