কিন্তু কেন সাদা অ্যাপ্রন পরেন চিকিৎসকরা? জানেন কি? এর নির্দিষ্ট কারণ রয়েছে। একটি নয়, কারণ একাধিক। চিকিৎসকদের সাদা অ্যাপ্রন পরার নেপথ্যে রয়েছে একাধিক যুক্তি।
প্রথম যুক্তি হল, হাসপাতালের ভিড়ে যাতে চিকিৎসকদের আলাদা করা যায়, তার জন্য সাদা অ্যাপ্রন পরা হয়। যে কোনও জরুরি পরিস্থিতিতে হাসপাতালের ভিড়ে চারিদিকে চোখ বোলালেই যাতে চিকিৎসকদের চট করে নজরে আসে, তার জন্যেই এই ব্যবস্থা।
দ্বিতীয় যুক্তি হল, এই ধরনের অ্যাপ্রনে একাধিক পকেট থাকে। চিকিৎসকদের একসঙ্গে একাধিক জিনিস নিয়ে ঘুরতেফিরতে হয়। সে কারণেই এই ধরনের অ্যাপ্রনের ব্যবস্থা।
তৃতীয় যুক্তি হল, যে পোশাকে বাইরে থেকে চিকিৎসকরা হাসপাতাল বা চেম্বারে আসেন, তাতে বিবিধ জীবাণু থাকার সম্ভাবনা থেকে যায়। তার থেকে রোগীদের সংক্রমণের আশঙ্কা থাকে। এই কারণেও সাদা অ্যাপ্রন চাপিয়ে নেন চিকিৎসকরা। চতুর্থ এবং শক্তিশালী যুক্তি হল, সাদা রং মানুষের মনকে প্রশান্ত করে। রোগীরা এই রং দেখলে ভরসা ফিরে পায়।