বহুল ব্যবহ্রত ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারে ল্যাপটপের চার্জ দ্রুত ফুরায় –এমনটাই দাবি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মাইক্রোসফট-এর।
সম্প্রতি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি আর মাইক্রোসফট এজ নিয়ে পরীক্ষা চালায় প্রতিষ্ঠানটি। ইউটিউব, ফেইসবুকসহ অন্যান্য সাইট বিভিন্ন ব্রাউজারে চালিয়ে এই পরীক্ষা করা হয় বলে জানিয়েছে বিবিসি।
এতে দেখা গেছে, গুগল ক্রোমে চার্জ থাকে সবচেয়ে কম– ৪ ঘণ্টা ১৯ মিনিট। তার পরই মজিলা ফায়ারফক্স-এর স্থান, চার্জ ছিল ৫ ঘণ্টা ১৯ মিনিট। দ্বিতীয় স্থানে আছে অপেরা, পাওয়ার সেভিং মোড ব্যবহারে ৬ ঘণ্টা ১৮ মিনিট চার্জ ধরে রাখা সম্ভব হয়।
সব ছাড়িয়ে গেছে মাইক্রোসফটের এজ ব্রাউজার। এতে চার্জ ছিল প্রায় ৭ ঘণ্টা ২২ মিনিট, যা ক্রোমের তুলনায় ৭০ শতাংশ বেশি।
বিবিসি'র প্রতিবেদনে জানা যায়, এজ ব্রাউজারে ক্রোমের মতো ফিচার নেই। আর এক্সটেনশনগুলো এখনও পর্যাপ্ত নয়। তবে, মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ব্রাউজারে বেশ কিছু পরিবর্তন এনেছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি আর নতুন সব ফিচারসহ প্রসেসর ব্যবস্থাপনা আর ব্যাকগ্রাউন্ড কাজের মাধ্যমে এজ্ ব্রাউজার ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে থাকবে এমনটাই আশা করছে মাইক্রোসফট।
অন্যদিকে জনপ্রিয় হওয়া সত্ত্বেও ল্যাপটপ বিশেষত ম্যাকবুকের চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখতে ব্যর্থ হয়েছে ক্রোম। যদিও বহুদিন যাবত গুগল আশা দিয়ে যাচ্ছিল এই সমস্যার দ্রুত সমাধান হবে। কিন্তু সর্বশেষ পরীক্ষায় তেমন কোনো উন্নতির ছাপ পাওয়া যায়নি।