Recent

আসুস নিয়ে এলো ৭.৯ ইঞ্চি ডিসপ্লের নতুন ট্যাব

নতুন একটি ট্যাব বাজারে এনেছে আসুস। আসুস জেনপ্যাড জেড৮ মডেলের এই ট্যাবটির দাম পড়বে ১৯ হাজার ৫০০ টাকা। ২৩ জুন থেকে কালো রঙের এই ট্যাবটি বাজারে পাওয়া যাবে।
ট্যাবটির স্ক্রিন ৭.৯ ইঞ্চির। আইপিএস ডিসপ্লের রেজ্যুলেশন ১৫৩৬x২০৪৮। স্ক্রিনটিতে ১৭৮ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ছবি দেখা সম্ভব।
২ গিগাবাইট র‌্যামের এই ট্যাবটি চলবে হেক্সা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫০ প্রসেসরে। রয়েছে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি ধারণ ক্ষমতা। যা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ট্যাবটি চলবে অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
দীর্ঘস্থায়ী চার্জের জন্য রয়েছে ৪ হাজার ৬৮০ মিলিঅ্যাম্পিয়ার শক্তির ব্যাটারি। কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20