Recent

গুগল থেকে বিরল স্বীকৃতি পেল বাংলাদেশের ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদ !

অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কল্যাণে আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যাগে নির্মিত হচ্ছে ঐতিহাসিক স্থাপনা ২০১ গম্বুজ বিশিষ্ট জামে মসজিদ , বিশ্বের ২য় সর্ববৃহৎ ৫৭ তলা সমান উচ্চতার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মিনার ও মানবকল্যাণের জন্য অন্যন্য স্থাপনা, আর ইতিমধ্যে উক্ত স্থাপনাকে অফিশিয়াল স্বীকৃতি দিয়েছে ইন্টারনেট জায়ান্ট গুগল! এর ফলে ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের গুগল প্লাস পেইজ ও গুগল ম্যাপে ভেরিফাইড মার্ক বসিয়ে দিয়েছে গুগল কতৃপক্ষ!
বাংলাদেশে এই প্রথম এই ধরনের নন প্রফিট সংস্থাকে অফিসিয়াল ভেরিফাইড করেছে গুগল কতৃপক্ষ! গুগল থেকে পাওয়া এধরণের স্বীকৃতি বাংলাদেশে বিরল ।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20