![]() |
১৬৭০ সালে পিটার ডি হুইসকির আঁকা পেইন্টিং "Man hands a letter to a woman in a hall" |
স্মার্টফোনের বাজারে অ্যাপলের প্রবেশ ঘটে ২০০৭ সালে। সে বছরই প্রথমবারের মত আইফোন উন্মোচন করে দুনিয়াকে তাক লাগিয়ে দেয় মার্কিন এই টেক জায়ান্ট। অ্যাপলের তৈরি আইফোন স্মার্টফোনের প্রযুক্তিকে নতুন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল।বিবিসি জানাচ্ছে আইফোনের উন্মোচন ২০০৭ সালে হলেও ৩৪৬ বছরের পুরানো এক চিত্রকর্মে আইফোন খুঁজে পেয়েছেন অ্যাপলেরই প্রধান টিম কুক। ২৪ মে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে অনুষ্ঠিত ‘স্টার্ট-আপ ফেস্ট’-এ এমনটাই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন খোদ টেক জায়ান্ট।