Recent

বুথে নকল টাকা পেলে করণীয়!

আমাদের দেশের অনেক এটিএম বুথে নকল টাকা পাওয়া যাচ্ছে। এই নকল টাকা নিয়ে বিভিন্ন সময়ে বিপাকে পড়েছে অনেকে। তাই এটিএম থেকে টাকা তুলেই চলে আসবেন না। সেখানে কিছুক্ষণ দাড়িয়ে টাকা ঠিক আছে কিনা দেখে নিবেন।
বুথ থেকে টাকা তোলার পরপরই যদি নকল টাকার বিষয়ে জানতে পারেন, তাহলে তৎক্ষণাৎ আপনি কিছু ব্যবস্থা নিতে পারেন। এতে পরবর্তীতে ঝামেলা পোহাতে হবে না।
১. বুথের গার্ডকে জানান গার্ডের নিকট বুথের রেজিস্টার খাতা থাকে। আপনি তার সাথে কথা বলে ট্রান্সেকশন আইডি নাম্বার ও টাকার নাম্বার লিখে নিতে পারেন। এরপর সেখান থেকে দ্রুত ব্যাংকে যোগাযোগ করুন। আর টাকা তোলার রিসিপ্টও সাথে বহন করুন।
২. ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকের নিজস্ব মেশিন থাকে যা নকল টাকা ধরতে পারে। ব্যাংকের নিকট জানালে আপনার সেই নকল টাকা তারা ছিরে ফেলবে এবং তার পরিবর্তে আসল টাকা ফেরত দিবে।
৩. যদি ব্যাংক মেনে নিতে রাজি না হয় অনেক সময় ব্যাংক কর্মকর্তারা উল্টো আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে। এরকম কিছু হলে সরাসরি আইনের আশ্রয় নিন। ব্যাংকের নামে ও কর্মকর্তাদের আচরণের ব্যাপারে একটি মামলা করে ফেলুন।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20