ভিডিও গেইমের কাহিনী নিয়ে নির্মিত সর্বাধিক আয় করা চলচ্চিত্রের তালিকায় শীর্ষে উঠে এসেছে 'ওয়ারক্রাফট: দ্যা বিগিনিং'।
বিবিসি জানায়, মুক্তির দুই সপ্তাহের মধ্যেই টিকেট বিক্রি থেকেই চলচ্চিত্রটি ৩৭ কোটি ৮০ লাখ ডলার আয় করে, যার মধ্যে সাড়ে ২০ কোটি ডলারই আসে চীন থেকে। আর এতে চলচ্চিত্রটি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ৩৩ কোটি ৬০ লাখ ডলার আয় করা 'প্রিন্স অফ পার্শিয়া: স্যান্ডস অফ টাইম'-কে টপকে আয়ের দিক থেকে গেইমভিত্তিক চলচ্চিত্রের তালিকায় শীর্ষস্থানে উঠে আসে।
চীনে চলচ্চিত্রটির এ অসাধারণ সাফল্যের কারণ ছিলো দেশটিতে চলচ্চিত্রটির মূল অনলাইন স্ট্র্যাটেজি গেইম 'ওয়ারক্রাফট'-এর বিশাল ভক্তসংখ্যা।
চীন ছাড়াও জার্মানি, রাশিয়া এবং ফ্রান্সে যথেষ্ট জনপ্রিয়তা পেলেও মার্কিন যুক্তরাষ্ট্রে একেবারেই সফলতার মুখ দেখেনি ওয়ারক্রাফট। চলচ্চিত্রটি এর মোট আয়ের প্রায় ৩৪ কোটি ডলারই আসে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে, আর রিভিউ সাইট মেটাক্রিটিক-এর বিচারে ৩২ শতাংশ রেটিং অর্জন করে।
আয় অনুসারে গেইমের কাহিনীভিত্তিক শীর্ষ পাঁচটি চলচ্চিত্র-
ওয়ারক্রাফট: দ্যা বিগিনিং (২০১৬) - ৩৭ কোটি ৮০ লাখ ডলার
প্রিন্স অফ পার্শিয়া: স্যান্ডস অফ টাইম (২০১০) - ৩৩ কোটি ৬০ লাখ ডলার
দ্য অ্যাংগ্রি বার্ডস মুভি (২০১৬) - ৩২ কোটি ৭০ লাখ ডলার
রেসিডেন্ট এভিল: আফটারলাইফ (২০১০) - ২৯ কোটি ৬০ লাখ ডলার
লারা ক্রফট: টুম্ব রেইডার (২০০১) - ২৭ কোটি ৫০ লাখ ডলার