Recent

ফাইন্ডিং ডোরি বক্স অফিসের শীর্ষে


তুমুল জনপ্রিয় অ্যানিমেশন ছবি ফাইন্ডিং নিমো ছবির সিকুয়াল হিসেবে তৈরি হয়েছে ফাইন্ডিং ডোরি। প্রায় ১৩ বছর পর মুক্তি পেল ডিজনির জনপ্রিয় এনিমেশন ছবিটি। ছবিটি মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
মুক্তি পাওয়ার পর অ্যানিমেশন মুভিটি সপ্তাহান্তে ১৩৬.২ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। এটি ৪,৩০৫টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে। এ বিপুল ব্যবসা ছবিটিকে ইতিহাসে স্থান দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত বছরই ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও বেশ কয়েকবার পেছানোর পর অবশেষে এ বছর ছবিটি মুক্তি দিল ওয়াল্ট ডিজনি পিকচার্স।
অ্যানিমেশন ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় ছবির একটি ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ফাইন্ডিং নিমো’। সাগরতলের বেশ কয়েকটি মাছ ও তাদের পরিবারের অন্যতম সদস্য নিমোর হারিয়ে যাওয়ার কাহিনীকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল সেই ছবিটি।
ওই ছবিতে নিমোর বাবাকে সহায়তা করে রেগাল ব্লু ট্যাং মাছ। এবার সেই ব্লু ট্যাং মাছের হঠাৎ হারিয়ে যাওয়া ও তার ফিরে আসাকে ঘিরেই গড়ে উঠেছে ফাইন্ডিং ডোরি ছবির কাহিনী।
আগের ছবিটির মতোই অ্যান্ড্রু স্ট্যানটন পরিচালিত ‘ফাইন্ডিং ডোরি’ ছবির ডোরি চরিত্রে কণ্ঠ দিয়েছেন এলেন ডিজেনেরেস। এছাড়াও, ছবিটির অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন আ্যালবার্ট ব্রুকস, ডায়ানে কিটন ও এড ও’ নিল।
ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার এনিমেশন স্টুডিওস এর যৌথ প্রযোজনায় এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় বিশ্বব্যাপী রূপালি দর্শকদের জন্য ‘ফাইন্ডিং ডোরি’ ছবিটি মুক্তি দেয়া হয় ১৭ জুন।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20