বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের দিনক্ষণ ঠিক হয়েছে। এবারের আসর মাঠে গড়াবে ৬ নভেম্বর। রোববার বিসিবির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমাদের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বিপিএল এ বছর ৬ নভেম্বর মাঠে গড়াবে। আমরা আগেই জানিয়েছিলাম নভেম্বরে আসরটি হবে, এখন শুধু আমরা তারিখটা চূড়ান্ত করেছি।’
তবে এবারের আসরে দল বাড়ানো হবে কি না সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়নি। যদিও আগেই বলা হয়েছিল বিপিএলের চতুর্থ আসরের দল বাড়ানো হতে পারে।
২০১২ সালে প্রথম মাঠে গড়িয়েছিল বিপএল। পরের বছর দ্বিতীয় আসর মাঠে গড়ালেও মাঝখানে এক বছর আসরটি হয়নি।
শেষপর্যন্ত ২০১৫ সালে আবার শুরু হয় বিপিএল। তৃতীয় আসরটি মাঠে গড়িয়েছিল গত বছর নভেম্বরে। সব ঠিক থাকলে চতুর্থ আসর ৬ নভেম্বর শুরু হবে।