Recent

এখন সবাই বলিউড স্টার, কিন্তু আগে কী করতেন এরা?

স্টার কিডস নন, সিলভার স্পুন নিয়েও জন্মাননি এই বলিউড সেলেবরা। বরং, বি-টাউনে নিজের জমি তৈরি করতে দিনরাত এক করে দিয়েছেন তাঁরা। সাফল্যের মুখ দেখার আগে বিভিন্ন পেশায় ছিলেন এই স্টারেরা। জেনে নিন, এমন কয়েক জন স্টারের কথা যাঁরা অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে নানা বিচিত্র কাজ করে রোজগার করতেন।
সোনাক্ষী সিনহা : দাবাংয়ের নায়িকা সোনাক্ষী সিন্‌হা কস্টিউম ডিজাইনার হিসেবে কেরিয়ার শুরু করেন। হবে না-ই বা কেন, ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক ডিগ্রি রয়েছে যে সোনাক্ষীর।
বোমান ইরানি : অভিনেতা হওয়ার আগে ফানিম্যান বোমান ইরানি মুম্বইয়ের তাজ মহল প্যালেস হোটেলে রুম সার্ভিস অ্যাটেনডেন্ট ছিলেন। এমনকী, নিজেদের পারিবারিক বেকারিতেও কাজ করেছেন। তাতেও মন না বসায় হলেন ফোটোগ্রাফার।
সিদ্ধার্থ : মাত্র ১৮ বছর বয়সেই মডেলিং শুরু করেন সিদ্ধার্থ মালহোত্র। চার বছর ধরে ফ্যাশন মডেল ছিলেন বি-টাইনের এই টল অ্যান্ড হ্যান্ডসাম। বড়পর্দায় নামার আগে কর্ণ জোহরের ‘মাই নেম ইজ খান’-এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন তিনি।
অক্ষয় কুমার : তাইকোয়েন্ডোতে ব্ল্যাক বেল্ট হওয়ার পর অক্ষয় কুমার ব্যাঙ্ককে গিয়েছিলেন মার্শাল আর্ট শিখতে। রোজগারের জন্য সেখানে ওয়েটার কাম শেফ ছিলেন এই খিলাড়ি। দেশে ফেরার পর মার্শাল আর্ট টিচার ছিলেন অক্ষয়।
পরিণীতি : ‘লেডিজ ভার্সেস রিকি বহল’-এর ডিম্পল চাড্ডা ওরফে পরিণীতি চোপড়া প্রথমেই অভিনয়ে তাঁর লাক ট্রাই করেননি। বরং যশরাজ ফিল্ম স্টু়ডিওতে মার্কেটিং ইন্টার্ন হিসেবে কাজ করতেন তিনি।
নওয়াজুদ্দিন সিদ্দিকি : বলিউডের এই সময়ের সবচেয়ে চর্চিত অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি এক সময় উত্তরপ্রদেশে কেমিস্ট হিসেবে কাজ করতেন। দিল্লিতে থিয়েটারের পাশাপাশি দেড় বছর ওয়াচম্যানের কাজও করেছেন।
রণবীর সিংহ : বলিউডের হট-ব়়ড রণবীর সিংহ কিন্তু অভিনেতা হওয়ার আগে কপিরাইটার ছিলেন। কাজ করেছেন মুম্বইয়ের নামজাদা অ্যাড এজেন্সিতে। এর পর অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করেন তিনি।
অমিতাভ বচ্চন : বলিউড সুপারস্টার বিগ-বি এক সময় শিপিং কোম্পানিতে এগ্‌জিকিউটিভ পদে ছিলেন। পরে ফ্রেইট ব্রোকার হিসেবে কাজ করতেন অমিতাভ। আর কে না জানেন, অল ইন্ডিয়া রেডিয়োতে ঘোষক পদেও অসফল ইন্টারভিউ দিয়েছিলেন তিনি।
জন আব্রাহাম : নায়কের ভূমিকায় অভিনয়ের আগে নিয়মিত মডেলিং করতেন জন আব্রাহাম। এক সময় তো মিডিয়া প্ল্যানার হিসেবেও কাজ করতেন এমবিএ ডিগ্রিধারী জন।
রজনীকান্ত : বিগ স্ক্রিনে মুখ দেখানোর আগে বেঙ্গালুরুতে বাস কন্ডাক্টরের কাজ করতেন সুপারস্টার রজনীকান্ত।
আরশাদ ওয়ারসি : ডোর-টু-ডোর সেললম্যান থেকে ফোটো ল্যাবের কাজ, অভিনেতা আরশাদ ওয়ারসির বায়োডাটায় রয়েছে বিচিত্র সব কাজের অভিজ্ঞতা। আকবর স্বামীর ডান্স ট্রুপে ডান্সার-কোরিওগ্রাফার হিসেবও কাজ করেছেন আরশাদ।
দিলীপ কুমার : চল্লিশের দশকে নিজের ক্যান্টিন শুরু করেন তিনি। পাশাপাশি, পুণেতে ড্রাই ফ্রুট সরবরাহ করার ব্যবসাও শুরু করেন বলিউডের ‘ট্র্যাজেডি কিং’।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20