Recent

শিশু হত্যার অপরাধে পশুর ফাঁসি!

ঘটনাটি ঘটেছিল ফ্রান্সে আজ থেকে কয়েক শ’বছর আগে। সালটা ছিল ১৩৮৬। এক শিশুকে বিভৎসভাবে আঘাত করার অভিযোগ ছিল শুয়োরটির বিরুদ্ধে। আঘাত এতটাই মারাত্মক ছিল যে শিশুটি শেষপর্যন্ত মারা যায়।অভিযুক্ত শুয়োরটিকে আদালতের এজলাসেও তোলা হয়। এমনকী, বিচার চলার সময় শুয়োরটিকে মানুষের জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল।

আদালতের রায়ে শুয়োরটি দোষী সাব্যস্ত হয়। শহরের মানুষের জমায়েতে করার স্থানে শুয়োরটিকে ফাঁসির কাঠে ঝোলানোও হয়। এমনকী, এই ঘটনার সাক্ষী হতে সেদিন অসংখ্য মানুষ সেখানে ভিড়ও করেছিল।
যদিও, অনেক ইতিহাসবিদের মতে, শুয়োর নিধনের এই উদ্যোগটা ছিল আসলে মাংস খাওয়ার ছল।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20