Recent

জনপ্রিয় ২০ ফিল্ম ফ্র্যাঞ্চাইজির বিস্তারিত জেনে নিন


বহুদিন ধরেই চলচ্চিত্র অঙ্গন অনেকটা গরম করে রেখেছে বেশ কয়েকটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। এ সিনেমাগুলোর বিপুল জনপ্রিয়তা অন্য সবারই ঈর্ষার কারণ। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু ফ্র্যাঞ্চাইজির কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

১. মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স সবচেয়ে জনপ্রিয় ফিল্ম ফ্র্যাঞ্চাইজির অন্যতম। এখন পর্যন্ত বক্স অফিস থেকে ১২.৪ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে মার্ভেল। আয়রন ম্যান, ক্যাপটেন আমেরিকা ইত্যাদি জনপ্রিয় চরিত্রগুলোর স্রষ্টা এ প্রতিষ্ঠান। মাত্র ১৩টি চলচ্চিত্র বানিয়েই এ সুনাম অর্জন করেছে তারা।
২. স্টার ওয়ার্স
স্টার ওয়ার্স চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্রগুলোকে কে না চেনে। এসব জনপ্রিয় চরিত্রের স্রষ্টা এ প্রতিষ্ঠানটি। তাদের মোট চলচ্চিত্র আটটি। এ চলচ্চিত্রগুলো ব্যবহার করে ৮.৯৪ বিলিয়ন ডলার অর্থ আয় করেছে প্রতিষ্ঠানটি।
৩. জেমস বন্ড
জেমস বন্ড চলচ্চিত্রের মতোই জনপ্রিয় জেমস বন্ড চরিত্র। ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত মোট ২৫টি জনপ্রিয় সিনেমা বানিয়েছে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি। এ চলচ্চিত্রগুলো থেকে তাদের ব্যবসা হয়েছে ৬.৬৭ বিলিয়ন ডলার।
৪. হ্যারি পটার
হ্যারি পটার বইয়ের কাহিনী যেমন চমকপ্রদ তেমন তার চলচ্চিত্রও দারুণ। এখন পর্যন্ত আটটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ চলচ্চিত্রগুলো থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা করেছে ১০.২৭ বিলিয়ন ডলারের।
৫. দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস
‘অল অ্যাবাউট ফ্যামিলি’ সিরিজটি যে এত জনপ্রিয় হয়ে উঠবে, তা কেউই আগে কল্পনা করতে পারেনি। মাত্র সাতটি চলচ্চিত্র তৈরি হয়েছে ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর। তবে এগুলো থেকেই পাঁচ বিলিয়নেরও বেশি অর্থের ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি।
৬. ট্রান্সফরমার্স
প্যারামাউন্ট মুভি স্টুডিও ট্রান্সফরমার্স-এর জন্য বিপুল অর্থ বিনিয়োগ করে। আর এ বিনিয়োগ উঠিয়ে নিতেও কোনো সমস্যা হয়নি প্রতিষ্ঠানটির। এখন পর্যন্ত পাঁচটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ পাঁচটি চলচ্চিত্র থেকে বক্স অফিসে ব্যবসা হয়েছে প্রায় ৩.৭ বিলিয়ন ডলারের।
৭. ডেসপিকেবল মি
শিশুদের কাছে খুবই জনপ্রিয় ডেসপিকেবল মি। এখন পর্যন্ত মাত্র তিনটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ পাঁচটি চলচ্চিত্র থেকে বক্স অফিসে ব্যবসা হয়েছে প্রায় ৩.৬ বিলিয়ন ডলারের।
৮. এক্স-মেন
আমেরিকান সুপারহিরো ফিল্মের অন্যতম এক্স-মেন। মোট সাতটি এ চলচ্চিত্র তৈরি হয়েছে। এগুলো বক্স অফিসে ব্যবসা করেছে ৫.০৭ বিলিয়ন ডলারের।
৯. জুরাসিক পার্ক
জুরাসিক পার্কের চলচ্চিত্র তৈরি হয়েছে চারটি। এগুলো যেমন রোমহর্ষক তেমন জনপ্রিয়ও বটে। এগুলো বক্স অফিসে ব্যবসা করেছে ৪.৮ বিলিয়ন ডলারের।
১০. পাইরেটস অব দি ক্যারিবিয়ান
জলদস্যুদের নিয়ে নির্মিত চলচ্চিত্র পাইরেটস অব দি ক্যারিবিয়ান। এখন পর্যন্ত চারটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ চলচ্চিত্রগুলো থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা করেছে ৪.৯৩ বিলিয়ন ডলারের।
১১. মিশন ইমপসিবল
টান টান উত্তেজনার ছবি মিশন ইমপসিবল। এখন পর্যন্ত পাঁচটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ চলচ্চিত্রগুলো থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা করেছে ৩.৭১ বিলিয়ন ডলারের।
১২. স্পাইডার ম্যান
ছোট-বড় সবার কাছেই দারুণ জনপ্রিয় স্পাইডার ম্যান। এখন পর্যন্ত পাঁচটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ চলচ্চিত্রগুলো থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা করেছে ২.৬৭ বিলিয়ন ডলারের।
১৩. টয় স্টোরি
অ্যানিমেশন যাদের প্রিয়, তাদের মাঝে খুবই জনপ্রিয় টয় স্টোরি। এখন পর্যন্ত তিনটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ চলচ্চিত্রগুলো থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা করেছে ২.৫৩ বিলিয়ন ডলারের।
১৪. আইস এজ
আইস এজ চলচ্চিত্রটিও অ্যানিমেশন প্রযুক্তিতে তৈরি। এখন পর্যন্ত চারটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ চলচ্চিত্রগুলো থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা করেছে ৩.৭৩ বিলিয়ন ডলারের।
১৫. ইন্ডিয়ানা জোনস
বহু মানুষের কাছেই দারুণ জনপ্রিয় সিরিজ ইন্ডিয়ানা জোনস। এখন পর্যন্ত চারটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ চলচ্চিত্রগুলো থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা করেছে ২.৫৩ বিলিয়ন ডলারের।
১৬. ডিসি সিনেম্যাটিক ইউনিভার্স
ডিসি সিনেম্যাটিক ইউনিভার্স-এ আছে ব্যাটম্যান, সুপারম্যান ও ওয়ান্ডার ওম্যান। এ ফ্র্যাঞ্চাইজির মোট পাঁচটি চলচ্চিত্র তৈরি হয়েছে। এগুলো বক্স অফিসে ব্যবসা করেছে ২ বিলিয়ন ডলারের।
১৭. কুং ফু পান্ডা
মাত্র তিনটি সিনেমা দিয়েই ব্যাপক খ্যাতি অর্জন করেছে কুং ফু পান্ডা। এখন পর্যন্ত তিনটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ চলচ্চিত্রগুলো থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা করেছে ২.৪ বিলিয়ন ডলারের।
১৮. টার্মিনেটর
সায়েন্স ফিকশন কিংবা সাধারণ চলচ্চিত্র সব ধরনের দর্শকদেরই মন জয় করতে পেরেছ টার্মিনেটর। এখন পর্যন্ত পাঁচটি চলচ্চিত্র তৈরি হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির। এ চলচ্চিত্রগুলো থেকে প্রতিষ্ঠানটি ব্যবসা করেছে ২.৪ বিলিয়ন ডলারের।
১৯. স্টার ট্রেক
বহুদিন ধরেই জনপ্রিয়তা ধরে রেখেছে স্টার ট্রেক। এতে মুক্তি পেয়েছে মোট ১২টি চলচ্চিত্র। এগুলো ব্যবসা করেছে প্রায় ২.২৭ বিলিয়ন ডলারের।
২০. প্ল্যানেট অব দ্য এপস
বহু মানুষের মাঝেই জনপ্রিয়তা অর্জন করেছে প্ল্যানেট অব দ্য এপস। এর মোট আটটি মুভি মুক্তি পেয়েছে। এগুলো ব্যবসা করেছে ২.১৩ বিলিয়ন ডলারের।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20