Recent

আপনার স্মার্টফোনের ব্যাটারির যত্ন নিবেন কিভাবে ?

স্মার্টফোন যখন আমাদের দৈনন্দিন জীবনের অংশে হয়ে দারিয়েছে। শুধু কথা বলা নয় নানাভাবে সহায়তা নেওয়া হচ্ছে আপনার হাতের স্মার্ট ডিভাইসটির। বহুবিধ ব্যবহারের কারণে এটির চার্জের দিকটিও খেয়াল রাখতে হয় ব্যবহারকারীদের কে। যেখানে ব্যাটারির একটি বড় ভূমিকা পলন করে।
এ জন্য ব্যাটারি লাইফের দিকে খেয়াল রাখতে হয়। সঠিক পরিমাণে চার্জ না থাকলে স্মার্টফোন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াতে পারে। এ কারণে ব্যাটারির সঠিক পরিচর্যা দরকার। তা না হলে ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে।
*এমন কোনো জায়াগায় হ্যান্ডসেটটি রাখা যাবে না, যেখানে ব্যাটারিটি বারবার গরম হয়ে যায়।
*কিপ্যাড টোন ও ভাইব্রেসন বন্ধ রাখলে ব্যাটারির চার্জ বেশি সময় থাকবে। তাই, এ দুটি অপসন বন্ধ রাখার চেষ্টা করতে হবে।
*মোবাইল ফোনে অযথা ব্লুটুথ, জিপিএস ইত্যাদি অপসন চালু রাখবেন না।
*ব্যাটারিতে কোনো কিছু দিয়ে আঘাত করা বা পানিতে পড়ে যাওয়া থেকে সতর্ক থকবেন।
*অনেকেই স্মার্টফোনে এ গেইম খেলতে পছন্দ করেন। তবে, গেইম খেললে চার্জ বেশি দ্রুত শেষ হয় ও ব্যাটারির লাইফটাইম কমে যায়।
*মোবাইল সেটের ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখা উচিত। তবে খুব বেশি কমানো যাবে না যাতে তা চোখের ক্ষতি করে।
*অপ্রয়োজনীয় প্রোগ্রাম চালু থাকলে সেগুলো খুঁজে বন্ধ করে নেবেন।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20