Recent

ফেসবুকে বাংলাদেশীদের পছন্দের শীর্ষ ১০ বিদেশী তারকা

জনপ্রিয়তা শীর্ষে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক। ফেসবুকে বাংলাদেশীরা, বাংলাদেশী তারকাসহ পছন্দের তালিকায় রাখেন বিদেশী তারকাদের। সেই বিদেশী তারকা পছন্দের তালিকায় রয়েছেন আটজন ভারতীয়, একজন আজেন্টিনার এবং একজন পাকিস্তানী।
• জাকির নায়েক : ভারতীয় ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েক আছেন বাংলাদেশীদের ফেসবুক পছন্দের শীর্ষে। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ৩৮ লাখ ১২ হাজারেরও বেশি। যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ২৭.৭ %।
• সালমান খান : ফেসবুকে বাংলাদেশীদের বিদেশী তরকা পছন্দের তালিকায় ভারতের ভাইজান খ্যাত বলিউড তারকা সালমান খানের অবস্থান দ্বিতীয়। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ২৫ লাখ ৬৮ হাজারেরও বেশি যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ৪.২ %।
 লিওনেল মেসি : শতাব্দীর সেরা এই ফুটবল তারকার ফেসবুকে বাংলাদেশীদের বিদেশী তরকা পছন্দের তালিকায় অবস্থান তৃতীয়। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ২৩ লাখ ৯১ হাজারেরও বেশি যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ২.৪ %।
• অরিজিৎ সিং : ভারতের জনপ্রিয় এই জনপ্রিয় সংগীত শিল্পীর ফেসবুকে বাংলাদেশীদের বিদেশী তরকা পছন্দের তালিকায় অবস্থান চতুর্থ। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ২২ লাখ ৬৯ হাজারেরও বেশি যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ১৫.৩%।
• শাহরুখ খান : বলিউড কিং খানের ফেসবুকে বাংলাদেশীদের বিদেশী তরকা পছন্দের তালিকায় অবস্থান পঞ্চম। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ২১ লাখ ৩৩ হাজারেরও বেশি যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ১১.০%।
• দীপিকা পাডুকোন : বলিউড এই তারকার ফেসবুকে বাংলাদেশীদের বিদেশী তরকা পছন্দের তালিকায় অবস্থান ষষ্ঠ। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ২০ লাখ ৮১ হাজারেরও বেশি যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ৬.৬%।
• আতিফ আসলাম : পাকিস্তানী এই জনপ্রিয় সংগীত শিল্পীর ফেসবুকে বাংলাদেশীদের বিদেশী তরকা পছন্দের তালিকায় অবস্থান সপ্তম। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ১৯ লাখ ৮৩ হাজারেরও বেশি যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ১০.৪%।
 দেব : কলকাতার জনপ্রিয় এই অভিনেতার অবস্থান অষ্টম। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ১৯ লাখ ৬৯ হাজারেরও বেশি যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ৬০.২%।
• হানি সিং : ভারতের জনপ্রিয় এই সংগীত তারকা অবস্থান নবম। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ১৮ লাখ ৮৮ হাজারেরও বেশি যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ৬.৩%।
 শ্রেয়া ঘোষাল : ভারতের জনপ্রিয় এই সংগীত তারকা অবস্থান দশম। ফেসবুকে তাঁর বাংলাদেশী ভক্তের সংখ্যা ১৮ লাখ ৮৫ হাজারেরও বেশি যা তাঁর ফেসবুকে পেজে মোট ভক্তদের ৭.১%।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20