‘‘আমি এসকর্ট সাভির্সের সঙ্গে যুক্ত। আর এটাই আমাকে স্বাধীনতা দিয়েছে।’’
এই বিস্ফোরক মন্তব্য করেছেন এক হলিউডি অভিনেত্রী। তিনি সাহারা নাইট। জনপ্রিয় ইংরেজি ধারাবাহিক ‘গেম অফ থ্রোনস্’-এর প্রথম দুটো পার্টে তিনি এক জন সেক্স ওয়ার্কারের ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর চরিত্রের নাম ছিল আরমেকা। সেখানে সাহারা অভিনীত একটি সমকামী চরিত্র তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। এত দিন পরে ব্যক্তিগত জীবন নিয়ে সাহারার এই বিস্ফোরক দাবিতে আলোড়ন পড়েছে হলি দুনিয়ায়।
ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সাহারা। কিন্তু অভিনয়ের ইচ্ছে ছিল প্রথম থেকেই। এসকর্ট সাভির্সে কাজ করার সময়ই বেশ কিছু অ্যাডাল্ট ছবিতে অভিনয় করেছেন। সেখান থেকেই ‘গেম অফ থ্রোনস্’-এ সুযোগ পান। আর এ বার নিজের পাস্ট লাইফের কথা শেয়ার করে শিরোনামে জায়গা করে নিলেন সাহারা।