এক সময় বাজারে শক্ত অবস্থানে থাকা মার্কিন ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহু-এর বর্তমান অবস্থা কেমন তা নিয়ে কোনো মন্তব্য করা হয়ত নিষ্প্রয়োজন।
ব্যবসায় সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। চলতি মাসেই প্রতিষ্ঠানটি প্রায় তিন হাজার পেটেন্ট বিক্রি করছে বলে জানা যায়। এবার নিজেদের স্থাবর সম্পত্তিও বেচতে হল মারিসা মায়ার-এর নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটিকে।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা স্টার্টআপ ফ্যারাডে ফিউচার-এর সঙ্গে অংশীদারিত্বে থাকে চীনা ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লিইকো যুক্তরাষ্ট্রের বাজারে আরও গভীরভাবে প্রবেশ করতে যাচ্ছে। ফ্যারাডে ফিউচার যুক্তরাষ্ট্রভিত্তিক হলেও, এর বিনিয়োগ এসেছে জন্য চীন থেকে।
বেইজিংভিত্তিক প্রতিষ্ঠানটি ইয়াহু-এর অধীনস্ত ৫০ একর জমি কিনে নিয়েছে। এই জমি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা-এর লিভাই'স স্টেডিয়াম-এর কাছে অবস্থিত। এই জমিতে অন্তত ১২ হাজার কর্মীকে স্থান দিতে পারবে এমন কক্ষও আছে।
ব্যবসায়-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, ২০০৬ সালে ইয়াহু ১০ কোটি ৬০ লাখ ডলারের বিনিময়ে এই জমি কিনেছিল। আর এই সম্পত্তি কিনতে চীনা প্রতিষ্ঠানটিকে গুণতে হচ্ছে ২৫ কোটি মার্কিন ডলার।
চলতি বছর এপ্রিলে, লিইকো যুক্তরাষ্ট্রের স্যান হোসে-তে নিজেদের প্রথম যুক্তরাষ্ট্রভিত্তিক প্রধান কার্যালয় চালু করে। চীনা ধনকুবের জিয়া ইউয়েতিংয়ের নেতৃত্বে থাকা প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক গাড়ি খাতে টেসলা-কে 'চ্যালেঞ্জ' করতে পারবে, এমন হাতেগোণা কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, ভাষ্য মার্কিন সাইটটির।