মশা মারতে আর কয়েল কিংবা কামান নয়, আপনার এই চির শত্রুকে তাড়াবে ঘরে রাখা টেলিভিশন। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই? অবাক হলেও এটাই সত্যি। মশা মারার জন্য ধূপ নয়। চালিয়ে নিন টিভি। আর দেখবেন ঘর থেকে পালিয়ে যাবে সব মশা।
এলজি ইলেকট্রনিক্স সম্প্রতি বাজারে নিয়ে এসেছে এমন এক টিভি যা মশা মারতে সক্ষম।যার নাম রাখা হয়েছে মশা দূর করার টিভি (Mosquito Away TV)।
এতে একটা আল্ট্রা সনিক ডিভাইস রয়েছে। যা অন করা মাত্রই তা থেকে একটি রশ্মি বের হবে। যা মশা তাড়াতে সক্ষম। তবে এই রশ্মি মানুষের শরীরের কোনো ক্ষতি করবে না।
জানা গেছে, এতে মশা মারার কয়েলের মতো কোনো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয়নি। এই প্রযুক্তিকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনলজি অ্যান্ড টক্সিকোলোজিতে পরীক্ষা করার পরই তা বাজারে নিয়ে আসা হয়।