Recent

‘দ্য কনজুরিং ২’ দেখতে গিয়ে আতঙ্কে মৃত্যু!

৬৫ বছর বয়সী বৃদ্ধ শখ করে দেখতে গেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত ভুতের সিনেমা ‘দ্য কনজুরিং ২’। মুক্তির আগে দুর্বল হার্টের মানুষদের সিনেমাটি না দেখার বিষয়ে  নির্মাতারা সতর্ক করেছিলেন। কারণ, সিনেমার ভৌতিক আবহ যেকোন মানুষকেই কাবু করে ফেলতে পারে। সেই সতর্ক বানী কাকতালীয় ভাবেই সত্যি হয়ে গেল সেই বৃদ্ধের জীবনে।
ভারতের তামিলনাড়ুর কাদাপা জেলায় সিনেমা হলভর্তি দর্শকের সামনেই মৃত্যু ঘটেছে এই ব্যক্তির ঘটেছে এই দুর্ঘটনা।শুক্রবার মুক্তির পর বন্ধুকে তামিল ভাষায় ডাব করা সিনেমাটি দেখতে গিয়েছিলেন ওই ব্যাক্তি। সিনেমা চলার সময়ই  তিনি হল কর্তৃপক্ষকে জানান তার অস্থিরতার কথা। এর সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়েন তিনি, জানিয়েছে পুলিশ। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
ডাক্তারদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সিনেমায় ভীতিকর দৃশ্য দেখে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াটাই মূলত প্রবীণ ব্যাক্তির মৃত্যুর কারণ। অবশ্য আগে থেকে হৃদযন্ত্রে দুর্বলতা ছিল তার।
মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনরূপ মামলা করা হয়নি। শেষকৃত্যের জন্য মরদেহ পরবর্তীতে অন্ধ্রপ্রদেশে নিয়ে আসা হয়।
ভৌতিক সিনেমা শুরু হবার আগেই শুরুতে বার্তা থাকে, “দুর্বল হৃদয়ের মানুষদের জন্য সিনেমাটি নয়।” ‘দ্য কনজুরিং ২’ এর ব্যাতিক্রম সছিল না। এর আগেও অন্যতম সাড়া জাগানো ভৌতিক সিনেমা ‘দ্য এক্সরসিস্ট’ দেখে ভয়ে মারা গিয়েছিলেন এক দর্শক।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20