Recent

এবার ‘ভিডিও কমেন্ট’ করা যাবে ফেসবুকে

সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুব এবার তার ইউজারদের জন্য ভিডিও কমেন্ট সার্ভিস এনেছে। গত শুক্রবার সার্ভিসটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ভিডিও কমেন্ট সেবার আওতায় ফেসবুক ব্যবহারকারীরা যেকোনো স্ট্যাটাস, ছবি বা ভিডিওর কমেন্ট অপশনে গিয়ে নিজস্ব ভিডিও আপলোড করতে পারবেন। ডেস্কটপ, আইওএস এবং অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ব্যবহারের জন্য এই সুবিধা উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
নতুন সেবার ফলে এখন থেকে ফেসবুক আইডি, পেইজ, গ্রুপ ও ইভেন্টের পোস্টে কমেন্ট করতে গেলে নিচে ক্যামেরা আইকন দেখা যাবে। সেখানে ক্লিক করে কমেন্ট হিসেবে ছবি এবং ভিডিও আপলোড করা যাবে।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20