এ কী কাণ্ড? ভারতের মুম্বাইয়ের জুহু বিচে তিন তরুণীর ড্যান্স। আর ইন্টারনেটে সেই ড্যান্সের ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল। ওদের তিনজনের নাম তানিয়া চামোলি, মোক্ষদা ও হর্ষিতা। মুম্বাইয়ের জুহু বিচে ওদের দেখা যায় সিয়ার 'চিপথ্রিল'-এর সঙ্গে নাচ করতে। সেই নাচের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল।
সবার মুখে মুখে ঘুরছে এই ভিডিওর কথা। নাচটির দুর্দান্ত কোরিওগ্রাফির প্রশংসায় পঞ্চমুখ সবাই। তানিয়া চামোলিই কোরিওগ্রাফিটি করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা বয়ে যায়।