Recent

গুগল ফটোস-এ যুক্ত হল স্লাইড-শো সুবিধা

সম্প্রতি গুগলের অন্যতম জনপ্রিয় একটি সেবা গুগল ফটোসে যুক্ত হল স্লাইড শো সুবিধা। স্লাইড-শো সুবিধাটি ব্যবহার করার জন্য গুগল ফটোসে তৈরি করা একটি অ্যালবাম থেকে যে কোন একটি ছবির উপর ক্লিক করে এর ড্রপ-ডাউন মেনু থেকে স্লাইড-শো সুবিধাটি সিলেক্ট করতে হবে। 
এখন থেকে গুগল ফটোসে বড় একটি অ্যালবামের ছবি দেখার সময় বার বার মাউসের ব্যবহার করতে হবেনা ব্যবহারকারীদের কেননা ব্যবহারকারীদের সুবিধার্থে ওয়েব জায়েন্ট গুগল সম্প্রতি গুগল ফটোসে যুক্ত করা হয়েছে স্লাইড-শো সুবিধা। 
মজার ব্যাপার হচ্ছে এই সুবিধাটি যুক্ত করতে গুগল কিছুটা দেরীই করে ফেলেছে বলা চলে। কেননা ছবি সম্পর্কিত যে কোন সেবায় স্লাইড-শো সুবিধাটি একটি প্রয়োজনীয় ফিচার বলেই গণ্য হয়ে থাকে। যাই হোক, গুগলের এই সেবাটি ব্যবহার করার জন্য যে কোন অ্যালবাম খুলে অ্যালবামের যে কোন একটি পিক ওপেন করার পর ড্রপ-ডাউন মেনু থেকে স্লাইড-শো অপশনটিতে ক্লিক করলেই অ্যালবামের সকল ছবিগুলো স্লাইডো-শোর আওতায় চলে আসবে এবং ব্যবহারকারীরা কোন রকমের মাউসের সাহায্য ছাড়াই অ্যালবামের সবগুলো ছবি দেখতে পারবেন। 

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20