Recent

জানুন ফেসবুকের লুকানো ইনবক্স কি

ফেসবুকের মেসেজিং সিস্টেমে একটি ইনবক্স লুকিয়ে রয়েছে। যার খবর সম্ভবত অধিকাংশ ব্যবহারকারীই জানেন না। এই ইনবক্সে ওয়েব থেকে প্রবেশ করা যায়। আবার যে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি স্মার্টফোন বা ট্যাবের জন্যে তৈরি করা হয়েছে, তাতেও ইনবক্সটি খুঁজে পাওয়া যাবে। এটা ফেসবুকের ফিল্টারিং সিস্টেম যেখানে স্পাম ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত মেসেজ জমা রাখা হয়। এই ইনবক্সে প্রবেশের সহজ উপায়টি হলো এই লিঙ্ক  http://facebook.com/messages/other
তবে ডেস্কটপ থেকে এখানে যেতে হবে। মেসেঞ্জার অ্যাপের এই লুকায়িত ইনবক্সটি চারটি মেনুর নিচে চাপা পড়ে আছে। এটি পেতে সেটিংস-এ ট্যাপ করুন, এরপর পিপলে যান এবং মেসেজ রিকোয়েস্টে গিয়ে ট্যাপ করুন ‘সি ফিল্টারড রিকোয়েস্ট’-এ।
এখানে সেই মেসেজগুলো আসবে যেগুলো আপনি অনাকাঙ্ক্ষিত হিসাবে ফিল্টার করেছেন। এ ছাড়া যে সকল মানুষের সঙ্গে ফেসবুকে যোগাযোগ নেই, তাদের মেসেজ পাবেন এখানে। ব্যবহারকারীরা এমন মেসেজও পেয়েছেন যেগুলো ২০০৮ সালে এসেছিল। মেসেঞ্জারে যে সব মেসেজ স্পাম হিসাবে আসবে তা বন্ধের ব্যবস্থা করেছে ফেসবুক। এগুলোকে স্পাম মেসেজ হিসাবে এই ইনবক্সে পাঠিয়ে দেওয়া হয়।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20