Recent

লাইভ ভিডিও দেখেন ইন্টারনেটে? তাহলে বিপদ আপনার দোরগোড়ায়

আপনি কী বিভিন্ন ঘটনার লাইভ স্ট্রিমিং ভিডিও দেখতে ভালোবাসেন? সহজেই বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন স্ট্রিমিং দেখেন? তাহলে বিপদ আপনার দরজায় অপেক্ষা করছে। অজান্তেই বড় ধরনের অপরাধ জগতের সঙ্গে আপনার নাম জড়িয়ে পড়তে পারে। অন্তত এমনটাই বলছে আমেরিকা ও বেলজিয়ামের দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
তাদের দাবি, যে সমস্ত ওয়েবসাইট বিনামূল্যে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ দেয় তাদের মধ্যে দিয়েই হ্যাকাররা ছড়াচ্ছে ভাইরাস। শুধু তাই নয় আপনার কম্পিউটারের যাবতীয় গোপন তথ্যও পাচার হয়ে যেতে পারে সেই স্ট্রিমিংয়ের সময়।
তার চেয়েও বড় আশঙ্কার কথা শুনিয়েছেন ওই গবেষরা। এই লাইভ স্ট্রিমিংয়ের ফলে হাক্যারদের সৌজন্য আপনি গোয়েন্দার হাতেও পড়তে পারেন সহজেই। নাম জড়াতে পারে কোনো বড় ধরনের দুর্নীতি মামলাতেও।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20