Recent

২১ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

সেলফি, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি শব্দ! বিশ্বব্যাপী সেলফি নিয়ে মাতামাতির শেষ নেই। আর সেই সেলফি আরও সুন্দর করে তুলতে ২১ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিয়ে চীনের বাজারে এসেছে মেইতু এম৬ স্মার্টফোন।
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মেইতুর তৈরি এ স্মার্টফোন মূলত মোবাইল ফটোগ্রাফি ভক্তদের জন্য তৈরি করা হয়েছে। তাই সামনের মতোই পিছনেও ২১ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা রয়েছে।
শুধু ক্যামেরাতে নয়, কনফিগারেশনের দিক থেকেও শক্তিশালী এই স্মার্টফোনটি। এর ৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের ফুল এইচডি রেজ্যুলেশন ১০৮০*১৯২০ পিক্সেল। রয়েছে ২ গিগাহার্টজের মিডিয়াটেক হেলিও পি১০ অক্টা-কোর প্রসেসর। সাথে রয়েছে ৩ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি।
উন্নত গ্রাফিক্স সুবিধা দিতে স্মার্টফোনটিতে রয়েছে ৭০০ মেগাহার্টজের মালি-টি৮৬০ এমপি২ জিপিইউ। যারা নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন তাদেরকে নিশ্চিন্ত করতে হোম বাটনের সাথেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অডিওর ক্ষেতেও বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে।
রয়েছে ২৯০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৭ ডলার।
উল্লেখ্য মেইতু এম৬ এর পাশাপাশি তুলনামূলকৈ উন্নত সংস্করণের মেইতু ভি৪ মডেলের আরেকটি নতুন স্মার্টফোনও এনেছে প্রতিষ্ঠানটি। যার দাম পড়বে ৬১০ থেকে ৭৬২ ডলার।

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20