Recent

বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট হায়দ্রাবাদে

শেষ পর্যন্ত ভারতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগেই ঘোষণা হয়েছিল ভারতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু তাঁর ভেন্যু নির্ধারিত হল আজ। এই দুই দেশের মধ্যে একমাত্র টেস্টটি হবে হায়দ্রাবাদে। দেশের মাটিতে একগুচ্ছ টেস্ট ও ওয়ানডে খেলবে ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও খেলতে যাচ্ছে। তার মধ্যে একটি টেস্ট ম্যাচও রয়েছে ভারতের বিরুদ্ধে। এই সিজনে দেশের মাটিতে ১৩টি টেস্ট, আটটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত। তবে বাংলাদেশ-ভারত সিরিজের ভেন্যু ঠিক হলেও খেলার দিন বা সূচি এখনও ঘোষণা করেনি বিসিসিআই। বাংলাদেশ দল শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে টি২০ বিশ্বকাপে। 

Discovery Bangladesh Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.
Published By Blogger Templates20