ট্যাগিং বন্ধ করে নিজে বাঁচুন, আন্যকেও বাঁচান
আমরা যারা ফেসবুক ব্যাবহার করি মোটামুটি আমাদের সকলের Tag শব্দটি সম্পর্কে ধারনা আছে। আপনার প্রোফাইলে আপনার অজান্তে আপনার কোন শুভ/অশুভকাক্ষীর কোন ছবি ঢুকিয়ে দেওয়াকে ট্যাগ করা বলে। ফেইসবুকে ফটো ট্যাগ অনেক বিরক্তিকর একটি বিষয়। প্রতিনিয়ত আপনার ওয়ালে ফটো ট্যাগ করা হয় , এটা খুবই জামেলার একটা বিষয় , এর থেকে পরিত্রান পেতে নিচের নিয়মটা ভালো করে অনুসরণ করুন...
- প্রথমে আপনার Facebook একাউন্টে লগ অন করুন।
- তারপর Settings> Privacy > Timeline & Tagging > Review posts friends tag you in before they appear on your timeline? এটাকে (অন ) করে দিন।
- এখন Tag করা ছবি আপনার wall এ আসবে না। আপনি yes করলে তবেই আপনার wall এ আসবে।
সমস্যা হলে সরাসরি নিচের লিংকে প্রবেশ করুন।
ফেইসবুকে অনাকাক্ষিত ট্যাগিং বন্ধ করুন খুব সহজেই