ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ভিন্ন মেজাজে, ভিন্ন রূপে পর্দায় হাজির হচ্ছেন-তা এতদিন ছিল মানুষের মুখে মুখে আর কিছু স্থিরচিত্রে। তবে এবার শাকিব খান তাঁর ভিন্ন মেজাজ নিয়ে হাজির হয়েছেন ইউটিউবে।
জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘শিকারি’ ছবির টিজারে দুর্দান্ত এক শাকিব খানকে দেখা গেল। নতুন লুক, অ্যাকশনেও ভিন্নধরন-সব মিলিয়ে অসাধারণ শাকিব খান। আর হ্যাঁ, শাকিবকে নিয়ে নানা টিটকারীর জবাবই এখন হয়তো খতম হবে, টিজারে বলা তার সংলাপের মতোই, ‘সব খেল খতম’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার শাবন্তী। যৌথ প্রযোজনার এ ছবিটি শিকারি ছবিটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। ছবিটি পরিচালনা করেছেন জয়দেব ও সীমান্ত।
ভিডিওটি দেখুন